
ক্রিকেট ইতিহাসের ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে তিন সংস্করণ মিলিয়ে ২৫ হাজার রান পূর্ণ করলেন বিরাট কোহলি। তবে একদিক দিয়ে সবার চেয়ে এগিয়ে বিরাট। সবচেয়ে কম ইনিংস খেলে তিনি এই ২৫ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন।
বর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র ২০ রান করেন কোহলি। এই ২০ রানেই রেকর্ড বইয়ে নাম লিখে ফেলেন তিনি। ২৫ হাজার রানের দিন কোহলি পেছনে ফেলেছেন ভারতের লিজেন্ড শচীন টেন্ডুলকারকে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ২৫ হাজার রান থেকে মাত্র ৫২ রান দূরে ছিলেন কোহলি। প্রথম ইনিংসে তিনি আউট হন ৪৪ রানে। দ্বিতীয় ইনিংসে তিনি আউট হন ২০ রান করে। তবে কাঙ্ক্ষিত অর্জন ধরা দেয় এর আগেই। তিন ফরম্যাট মিলে ৫৪৯ ইনিংসে ২৫ হাজার রান হলো কোহলির। যেখানে 'দ্য গ্রেট' টেন্ডুলকারের লেগেছিল ৫৭৭ ইনিংস।
এদিকে ৫৮৮ ইনিংসে ২৫ হাজার ছুঁয়েছিলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার রিকি পন্টিং। ৫৯৪ ইনিংস খেলে ২৫ হাজারের ক্লাবে ঢুকেছিলেন দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস। ৬০৮ ইনিংসে কুমার সাঙ্গাকারা ও ৭০১ ইনিংসে মাহেলা জয়াবর্ধনে পঁচিশ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন। এদিকে তিন ফরম্যাট মিলিয়ে ২৫ হাজারের ক্লাবে থাকা গড় রানরেটে সবার চেয়ে এগিয়ে কোহলি। বিরাট কোহলির ব্যাটিং গড় ৫৩.৫৫।
এদিকে অস্ট্রেলিয়াকে দ্বিতীয় টেস্টে ৬ উইকেটে হারিয়ে চার ম্যাচ সিরিজে ২-০-তে এগিয়ে গেছে ভারত। আগামী পহেলা মার্চ শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট।
ভারত ও অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ
ঢাকা, ১৯ ফেব্রুয়ারি (নাগরিকজার্নাল.কম)// এফএমও
আপনার মূল্যবান মতামত দিন: