70

03/14/2025 ছাদ ধসে একই পরিবারের ৯ জনের মৃত্যু

ছাদ ধসে একই পরিবারের ৯ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার

১০ অক্টোবর ২০২২ ০৬:৫৫

পাকিস্তানের একটি জরাজীর্ণ বাড়ির ছাদ ধসে পড়ে মা এবং আট সন্তানসহ ৯ জন নিহত হয়েছে। পাকিস্তানের গিলগিট-বালতিস্তানের দিয়াম জেলার চিলাস শহরে এ দুর্ঘটনা ঘটে

রোববার (৯ অক্টোবর) দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে। খবর ডনের। চিলাস শহরের পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সাব-ইন্সপেক্টর তাজ মুহাম্মদ জানিয়েছেন, শহরের বোনার দাস এলাকায় ফারাজ খান নামে এক ব্যক্তির বাড়ির ছাদ ধসে পড়েছে। এতে তার স্ত্রী, চার মেয়ে ও চার ছেলে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে। তাজ মুহাম্মদ আরো জানান, স্থানীয় স্বেচ্ছাসেবকরা ছাদ ধসের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান ও উদ্ধারের চেষ্টা করেন। দুই ঘণ্টা উদ্ধার প্রচেষ্টার পর তারা একে একে মরদেহগুলো উদ্ধার করতে সক্ষম হয়। ঘটনার সময় বাড়ির মালিক কর্মস্থলে ছিলেন। এ ঘটনায় পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পরিবারটির প্রতি সমবেদনা জানিয়েছেন।

 

ঢাকা, ০৯ অক্টোবর  (নাগরিকজার্নাল.কম)// আরত্রইচ 


সম্পাদক:
যোগাযোগ:
ফোন:
ইমেইল: