60

03/14/2025 মান্দারীতে বিট পুলিশিং 'ওপেন হাউজ ডে' অনুষ্ঠিত

মান্দারীতে বিট পুলিশিং 'ওপেন হাউজ ডে' অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

২৯ সেপ্টেম্বর ২০২২ ১০:১৩

লক্ষ্মীপুর প্রতিনিধি: “বিট পুলিশিং সফল করি, অপরাধ মুক্ত সমাজ গড়ি” স্লোগান নিয়ে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার মান্দারী ইউপি তে 'ওপেন হাউজ ডে' অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় মান্দারী ইউনিয়ন এলাকায় এ 'ওপেন হাউজ ডে' অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন মান্দারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন রুবেল পাটোয়ারী। তিনি বলেন, মাদক, ইভটিজিং, নারী নির্যাতন, বাল্যবিয়ে নির্মূল করতে সকলকে ঐক্যবধ্য ভাবে কাজ করতে হবে। তাহলেই অপরাধ মুক্ত সমাজ গড়া সম্ভব।

এ সময় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানার এসআই মো. আবদুর রহিম। তিনি বলেন, পুলিশের সেবা কার্যক্রম সর্বসাধারণের হাতের কাছে পৌঁছে দিতে এবং গ্রাম্যপর্যায়ের সমস্যা গুলো চিহ্নিত করতে আমাদের এই বিট পুলিশং ' ওপেন হাউজ ডে'। বাল্যবিয়ে, মাদক, ইভটিজিং, নারী নির্যাতন, কিশোর অপরাধসহ নানাবিধ সমস্যা সমাধান করতে সকলের সহযোগিতা চাই।

এছাড়া বক্তব্য রাখেন ইউপি সদস্য ডাঃ মু. কাউসার হামীদ। তিনি বলেন, মাদক সমস্যার সমাধানে সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক—সব ধরনের ব্যবস্থাই নেওয়া দরকার। জনসচেতনতার বিকল্প নেই। মাদকের চাহিদা, সরবরাহ, চিকিৎসা—অনেক দিক বিবেচনা করে সমন্বিত কর্মসূচি নিতে হবে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু তালেব, ইউনিয় পরিষদের সদস্য মাসুদ আলম, মমিন উল্লাহ, জাকির হোসেন, ফারুক হোসেন, ওমর ফারুক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

 

ঢাকা, ২৮ সেপ্টেম্বর (নাগরিকজার্নাল.কম)//

 

সম্পাদক:
যোগাযোগ:
ফোন:
ইমেইল: