22

03/14/2025 সড়কে আজও যানবাহনের চাপ : অপ্রয়োজনে বের হলে জরিমানা

সড়কে আজও যানবাহনের চাপ : অপ্রয়োজনে বের হলে জরিমানা

স্টাফ রিপোর্টার

২ আগস্ট ২০২১ ১৮:৪৪

নাগরিক জার্নাল রিপোর্ট : চলমান কঠোর বিধিনিষেধের মধ্যেই পোশাক কারখানা চালু হওয়ায় কর্মীদের সুবিধার্থে একদিনের জন্য গণপরিবহন চালু করা হয়েছিল। গণপরিবহন বন্ধ হলেও আজ সোমবারও (২ আগস্ট) রাজধানীতে বিভিন্নভাবে প্রবেশ করছেন মানুষজন। ঢাকার প্রবেশপথগুলোতে রয়েছে পণ্যবাহী পরিবহনের পাশাপাশি প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেলের চাপ।

বিধিনিষেধে গণপরিবহনসহ ব্যক্তিগত যান চলাচল বন্ধের নিষেধাজ্ঞা রয়েছে। তবে জরুরি প্রয়োজন দেখিয়ে চলাচল করার সুযোগ রয়েছে। ঢাকার প্রবেশপথগুলোতে চেকপোস্ট বসিয়ে রাজধানীমুখী গাড়িগুলো থামিয়ে আসার কারণ জিজ্ঞাসা করছে পুলিশ।

সকালে রাজধানীর গাবতলীর চেকপোস্টে কিছুক্ষণ অবস্থান করে দেখা গেছে, রাজধানীতে আসা বেশিরভাগই কারণ হিসেবে দেখাচ্ছে পোশাক কারখানা এবং চিকিৎসাকে। পোশাক কারখানা সংশ্লিষ্টরা বলছেন, গণপরিবহন চালুর কথা শুনে আসার সিদ্ধান্ত নিয়েছেন। তবে সবকিছু গুছিয়ে প্রস্তুতি নিতে নিতেই একদিন পার হয়ে গেছে। বাধ্য হয়ে এখন বিকল্প ব্যবস্থায় এসেছেন।

প্রয়োজনীয় কাগজপত্র এবং পরিচয় পত্র দেখানো সাপেক্ষে রাজধানীতে প্রবেশ করতে দিচ্ছে পুলিশ। আর যারা যৌক্তিক কোন কারণ দেখাতে পারছেন না তাদের জরিমানাসহ বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

দায়িত্বরত ট্রাফিক পুলিশ সার্জেন্ট আসাদুর রহমান নাগরিক জার্নালকে বলেন, আজ রাস্তায় গাড়ির চাপ রয়েছে। এছাড়া পোশাক কারখানা খুলে দেওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিদের চলাচল বেড়েছে। এছাড়া অযৌক্তিক কারণে যারা রাস্তায় বের হচ্ছেন, তাদের বিষয়গুলো আমরা নজরদারি করছি। আমরা মাঠে থেকে কাজ করছি।

 

ঢাকা, ২ আগস্ট (নাগরিক জার্নাল.কম)//এসএইচএফ

সম্পাদক:
যোগাযোগ:
ফোন:
ইমেইল: