03/14/2025 সজীব গ্রুপের চেয়ারম্যান আবুল হাসেম ও তার দুই ছেলের জামিন মঞ্জুর
স্টাফ রিপোর্টার
২১ জুলাই ২০২১ ০৩:৩৯
নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় হাসেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানায় অগ্নিকাণ্ডে ৫১ জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তারকৃত কারখানার মালিক সজীব গ্রুপের চেয়ারম্যান আবুল হাসেম ও তার দুই ছেলের জামিন মঞ্জুর করেছেন আদালত।
আজ সোমবার (১৯ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আনিসুর রহমানের আদালত শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন। জামিন পাওয়া আবুল হাসেমের দুই ছেলে হলেন-হাসীব বিন হাসেম ওরফে সজীব ও তারেক ইব্রাহীম।
এর আগে, গত ১৪ জুলাই নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিন পান আবুল হাসেমের অপর দুই ছেলে তাওসীব ইব্রাহীম ও তানজীম ইব্রাহীম।
এসব তথ্য নিশ্চিত করে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আসামি পক্ষের আইনজীবী আদালতে হাসেম ফুড কারখানায় অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় কারাবন্দি মালিক আবুল হাসেম, তার দুই ছেলেসহ ছয় জনের জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত আবুল হাসেম ও তার দুই ছেলের জামিন মঞ্জুর করেন এবং অপর তিন জনকে কারাগারে পাঠান।’
এখন কারাগারে আছেন-কারখানার প্রধান নির্বাহী কর্মকর্তা শাহান শাহ আজাদ, ডিজিএম মামুনুর রশিদ ও প্রশাসনিক প্রধান সালাউদ্দিন। গত ৮ জুলাই বিকেল সাড়ে ৫টায় উপজেলার কর্ণগোপ এলাকার হাসেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানার ছয় তলা ভবনের নিচ তলার একটি ফ্লোরে আগুনের সূত্রপাত। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে গেলে তাৎক্ষনিকভাবে ভবন থেকে লাফিয়ে পরে তিন জন মারা যায় এবং ১০ জন আহত হয়। পরদিন শুক্রবার বিকেলে আগুন নিভিয়ে ফেলার পর ৪৮ জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
এ ঘটনায় রূপগঞ্জ থানাধীন ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক নাজিম উদ্দিন বাদি হয়ে কারখানার মালিক আবুল হাসেমসহ আট জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে নিরাপত্তা না থাকাসহ বিভিন্ন অভিযোগ এনে রূপগঞ্জ থানায় মামলা করেন।
মামলায় কারখানার মালিক মো. আবুল হাসেমসহ তার চার ছেলে এবং ডিজিএম, এজিএম ও প্রকৌশলীসহ আট জনকে গ্রেপ্তার করে পুলিশ। চার দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে হাজির করা হলে, আদালত দুই জনের জামিন মঞ্জুর করেন এবং কারখানার মালিক আবুল হাসেমসহ ছয় জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ঢাকা, ১৯ জুলাই (নাগরিক জার্নাল.কম)//এসএইএফ