03/14/2025 মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করায় তিন ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার
৭ জানুয়ারী ২০২৫ ২১:২৭
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের সদর উপজেলার দালাল বাজারে তিনটি ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত দালাল বাজারে বিভিন্ন ঔষধ দোকানে এই অভিযান পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানা । এই সময় ভ্রাম্যমান আদালতে মামলা দায়ের করেন লক্ষ্মীপুর জেলার ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ তত্ত্বাবধায়ক ডালিম চন্দ্র দাস। এসময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানা বলন, এই অভিযান আগামীতেও চলমান থাকবে। কেউ মেয়াদ উত্তীর্ন ঔষধ বিক্রি করলে তাকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।
এছাড়াও ড্রাগ সুপার ডালিম চন্দ্র দাস বলেন,বিক্রয় নিষিদ্ধ ঔষধ সংরক্ষণ, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয়, মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয়, প্রেসক্রিপশন ব্যতীত এন্টিবায়োটিক বিক্রয় প্রভৃতি অপরাধের কারণে দালাল বাজার এলাকায় ঔষধের অনিয়ম প্রতিরোধে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। ফার্মেসিগুলোতে ফার্মাসিস্টের সার্বক্ষণিক উপস্থিতি নিশ্চিত করা, নকল-ভেজাল ও আনরেজিস্টার্ড ঔষধ বিক্রি না করা, প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক ঔষধ বিক্রি না করা, অ্যান্টিবায়োটিক ঔষধ বিক্রির রেজিস্টার সংরক্ষণ করা ও সঠিক তাপমাত্রায় ঔষধের সংরক্ষণ নিশ্চিতকরণে নির্দেশনা প্রদান করা হয়।