লক্ষ্মীপুরে উন্নত বাংলাদেশ বিনির্মাণে উৎপাদনশীলতার গুরুত্ব শীর্ষক সেমিনার

লক্ষ্মীপুর প্রতিনিধি: | ১১ মে ২০২৪ ১৮:৫১ আপডেট: ১১ মে ২০২৪ ২১:১১

লক্ষ্মীপুর প্রতিনিধি: | প্রকাশিত: ১১ মে ২০২৪ ১৮:৫১

লক্ষ্মীপুর প্রতিনিধি: উন্নত বাংলাদেশ বিনির্মাণে উৎপাদনশীলতার গুরুত্ব’ বিষয়ক সেমিনার লক্ষ্মীপুরের সোনার বাংলা চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে ।

শনিবার (১১ মে) সকালে শিল্প মন্ত্রণালয়ের ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশনের (এনপিও) এর জনবলের সক্ষমতা বৃদ্ধি এবং  দেশব্যাপী উৎপাদনশীলতা বিষয়ক অবহিতকরণ শীর্ষক প্রকল্পের আওতায় লক্ষ্মীপুর বিসিক জেলা কার্যালয় কর্তৃক আয়োজিত এ সেমিনারের প্রধান অতিথী ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহান।

সেমিনারে প্রধান অতিথি বলেন, উন্নত দেশে পরিণত হতে উৎপাদনশীলতা ও দক্ষতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। আমাদের প্রধান শক্তিই হচ্ছে জনশক্তি। জনশক্তিকে দক্ষ করে তুলতে সরকার বিভিন্ন সংস্থার মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। শিল্প ও এসএমই খাতের জন্য প্রশিক্ষিত জনগোষ্ঠী তৈরির কার্যক্রম অব্যাহত আছে। বর্তমান তরুণ প্রজন্মও চায় নিজেদেরকে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে। বাংলাদেশের বৃহৎ তরুণ জনগোষ্ঠী কারিগরি জ্ঞানে দক্ষ হলে দেশের সামগ্রিক উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে।

এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এনপিও’র রিসার্স  অফিসার মো. আকিবুল হক।

সেমিনারে জেলা প্রশাসক সুরাইয়া জাহান আরও বলেন, বাংলাদেশ ক্রমেই উন্নয়নের পথ ধরে এগিয়ে যাচ্ছে। আর উন্নয়নের এ ধারা অব্যাহত রেখে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশে রূপান্তর করতে এবং শিল্পায়নে বেগবানের ধারা সৃষ্টি করার জন্য উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে উৎপাদনশীলতা উন্নয়ন কলাকৌশলের ব্যাপক চর্চা একান্ত প্রয়োজন। তা না হলে সামঞ্জস্যপূর্ণ টেকসই উন্নয়ন সম্ভব নয়। এসময় প্রধান অতিথি উদ্দোক্তাদের বিভিন্ন সমস্যা শুনে তা প্রতিকারের আশ্বাস দেন।

সেমিনারে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা দত্ত,  বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) উপব্যবস্থাপক মো. আসাদুল্লাহ হাসান , প্রমোশন কর্মকর্তা জুয়েল চৌধুরী, এছাড়াও জেলার বিভিন্ন পর্যায়ের শতাধিক উদ্যোক্তা এ সেমিনারে অংশ নেন।

 

ঢাকা, ১১ মে (নাগরিকজার্নাল.কম)// এসএইচএফ




আপনার মূল্যবান মতামত দিন:


Top