লক্ষ্মীপুর বিসিক : ৫ দিন ব্যাপী ওয়ের্ল্ডিং বিষয়ক প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার | ৯ জানুয়ারী ২০২২ ১২:৪৫ আপডেট: ৯ জানুয়ারী ২০২২ ১২:৫৪

স্টাফ রিপোর্টার | প্রকাশিত: ৯ জানুয়ারী ২০২২ ১২:৪৫

লক্ষ্মীপুর প্রতিনিধি :  দক্ষ মানব সম্পদ তৈরির লক্ষ্যে হালকা প্রকৌশল বা লাইট ইন্জিনিয়ারিং এ দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) লক্ষ্মীপুর জেলার আয়োজনে লক্ষ্মীপুর পলিটেকনিকে অনুষ্ঠিত হয়েছে ওয়েল্ডিং প্রশিক্ষণ কর্মশালা।

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপসচিব ও আঞ্চলিক পরিচালক মোঃ মোতাহার হোসেন এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। ‍লক্ষ্মীপুর সরকারি পলিটেকনিক ইনিস্টিউটের অডিটোরিয়ামে এর উদ্বোধন করা হয়।  এ সময়  তিনি বলেন বলেন, ২০৩০ সালের মধ্যে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিসিক নিরলস ভাবে কাজ করছে মাননীয় প্রধান মন্ত্রীর ২০৪১ সালের মধ্যে শিল্প সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গঠনের টেকসই উন্নয়ন লক্ষমাত্রা (২০৩০) এসডিজি বাস্তবায়নে বিসিক অংশিদার হিসেবে শিল্প মন্ত্রনালয়ের দিক নির্দেশনায় কাজ করছে।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর জয়দেব চন্দ্র সাহা। সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর বিসিকের উপ-ব্যবস্থাপক মোঃ মাকছুদুর রহমান। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, তথ্যপ্রযুক্তি ভিত্তিক আধুনিক ব্যবসা উন্নয়ন সেবাসমূহ প্রবর্তনের মাধ্যমে উদ্যোক্তাদের আরো উন্নত সেবা প্রদান, নতুন শিল্পোদ্যোগকে সম্প্রসারণ ও উন্নয়ন করা এবং প্রতিযোগিতায় টিকে থাকার ক্ষেত্রে প্রয়োজনীয় সুযোগ সুবিধা প্রদান করছে লক্ষ্মীপুর বিসিক। যার ধারাবাহিকতায় বিভিন্ন প্রশিক্ষণের পাশাপাশি তাদের স্বাবলম্বী করে তুলতে উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ প্রদান করা হয়েছে।

 

এ সময় আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরা হয়। একি সাথে এ খাতকে উন্নত করতে সরকারের নেওয়া বেশ কিছু পদক্ষেপের কথাও জানানো হয়।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সম্প্রসারন ও শিল্পনগরী কর্মকর্তা রাকিব উদ্দিন।

 

এবারের প্রশিক্ষণ কর্মশালায় ৩০ জন প্রশিক্ষনার্থী অংশ নেয়।

প্রশিক্ষণার্থী শামীম হোসেন ফয়সাল বলেন, নিজেকে দক্ষ করে তোলার জন্য আমি এই প্রশিক্ষনে অংশ নিয়েছি। পড়াশুনা শেষ করেও অনেকে বেকার থাকে কারিগরি প্রশিক্ষন না থাকার কারনে। তাই পড়াশুনার পাশাপাশি নিজেকে তৈরি করার জন্য প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়েছি। যাতে করে নিজে যেন একদিন উদ্যোক্তা হতে পারি।

 

প্রশিক্ষণার্থী বাইজিদ ইসলাম বলেন, বাহিরে কোথাও এ প্রশিক্ষণ নেওয়ার সুযোগ হয়নি। বিসিক কতৃক এ প্রশিক্ষন কর্মশালা আয়োজন করায় আমরা হাতে কলমে শেখার সুযোগ হয়েছে। যার মাধ্যমে পরবর্তিতে আমরা আমাদের জীবনে বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করতে পারবো।  অন্যের উপর নির্ভরশীল না হয়ে এ প্রশিক্ষনের মাধ্যমে নিজেকে একজন উদ্ধোক্তা হিসেব গড়ে তুলতে পারবো।

প্রশিক্ষণার্থী আবদুল আলিম  বলেন, আমি একজন দক্ষ ওয়ার্কশপ কর্মী হতে চাই  তাই এ প্রশিক্ষনে অংশ নিয়েছি। নিজের দক্ষতা উন্নয়নের মাধ্যমে নিজেকে একজন যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবো।




আপনার মূল্যবান মতামত দিন:


Top