তুরস্কের হাতায় প্রদেশ থেকে ভূমিকম্পের ১২ দিন পর শিশুসহ ৩ জনকে জীবিত উদ্ধার

স্টাফ রিপোর্টার | ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ২২:৪৮ আপডেট: ১৪ মার্চ ২০২৫ ০৩:১৩

স্টাফ রিপোর্টার | প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ২২:৪৮

তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা ভূমিকম্পের পর পেরিয়ে গেছে ১২ দিনেরও বেশি সময়। ধ্বংসস্তূপ থেকে উদ্ধারকারীরা কাউকে জীবিত পাওয়ার আশা কার্যত ছেড়ে দিয়েছেন; তারপরও প্রায় প্রতিদিন দু-একজনকে মানুষকে জীবিত উদ্ধার করা হচ্ছে। সর্বশেষ স্থানীয় সময় শনিবার (১৮ ফেব্রুয়ারি) ভূমিকম্পের ২৯৬ ঘণ্টা অর্থাৎ ১২ দিনেরও বেশি সময় পর এক শিশুসহ ৩ জনকে জীবিত উদ্ধার করেছে উদ্ধারকারী বাহিনী ।

তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি জানায়, তুরস্কের হাতায় প্রদেশের একটি এলাকার ধ্বংসস্তূপ থেকে এদের উদ্ধার করা হয়। এটি আন্তাকিয়া শহরের একটি আবাসিক এলাকা।

গত ৬ ফেব্রুয়ারি পরপর দুবার যথাক্রমে ৭.৮ এবং ৭.৬ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানার ১২ দিন পর এ তিনজনকে জীবিত উদ্ধার করাটাকে অলৌকিক বলেই মনে করছেন সবাই ।

ভয়াবহ এ ভূমিকম্প তুরস্কের ১১টি প্রদেশ এবং সিরিয়ার উত্তরাঞ্চলের ৩টি প্রদেশে আঘাত হানে। যার ফলে ব্যাপক প্রাণহানি হয়েছে। এরই মধ্যে মরদেহ উদ্ধারের সংখ্যা ৪৬ হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে কেবল তুরস্কেই মারা গেছে ৪০ হাজার ৬৪০ জন; আর সিরিয়ায় সাড়ে ৫ হাজারের বেশি।

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি (নাগরিকজার্নাল.কম)// এফএমও




আপনার মূল্যবান মতামত দিন:


Top