মাদ্রাসায়ে আবু বকর ছিদ্দিক (রা.) ভিত্তিপ্রস্তর স্থাপন

স্টাফ রিপোর্টার | ৮ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:২৮ আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:১৪

স্টাফ রিপোর্টার | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:২৮

নোয়াখালীর বেগমগঞ্জে মাদ্রাসায়ে আবু বকর ছিদ্দিক (রা.) ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শনিবার (০৮ ফেব্রুয়ারী) দি হোয়াইট হর্স ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ আরিফ মাদ্রাসায়ে আবু বকর ছিদ্দিক (রা.) এর একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধ করেন।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে শেখ মোহাম্মদ আরিফ বলেন, সুন্দর সমাজ তৈরীতে দ্বীনি শিক্ষার বিকল্প নেই। একটি আদর্শ সমাজ বিনির্মানে করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ভবভদ্রী শাহী জামে মসজিদ এবং মাদ্রাসায়ে আবুবকর সিদ্দিক (রা.) কে কেন্দ্র করে একটি সুন্দর ঈদগাহ, এতিমখানা, কমিউনিটি সেন্টার এবং বৃদ্ধাশ্রম তৈরি করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। যেখানে পরিবারে নিগৃহীত হওয়া অসহায় ও একাকীত্বে ভোগা ব্যক্তিদের আশ্রয় দেওয়া হবে। এ মাদ্রাসার শিক্ষার্থীরা দ্বীনি শিক্ষা গ্রহন করার পাশাপাশি অসহায় বৃদ্ধ মানুষ গুলোর পাশে থাকবে এবং সাম্য ও মানবিক সমাজ গড়ে তুলতে আমরা সক্ষম হবো।

এছাড়াও উপস্থিত ছিলেন দাতা সদস্য আমেরিকা প্রবাসী আবদুল বাতেন নান্টু। তিনি বলেন মাদ্রাসার মূল ভবন নির্মাণ করার জন্য আল্লাহর ওয়াস্তে আমরা এ জমি দান করেছি। এ প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসায়ে আবুবকর সিদ্দিক (রা.) এর সভাপতি মাওলানা মো. আবদুল কুদ্দুছ। তিনি বলেন আদর্শিক সমাজ বিনির্মান করতে হলে কোরআন ও সুন্নাহ তথা দ্বীনি শিক্ষা প্রয়োজন। সেই লক্ষ্যকে সামনে রেখেই আমরা এ মাদ্রাসা গোড়ে তুলতে চেষ্টা করছি। একটি সুন্দর সমাজ গড়ে তুলতে চাই। যার জন্য প্রয়োজন সকলের সহযোগিতা। এসময় অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে থেকে প্রাথমিক ভাবে ২৩ লক্ষ টাকা ও ৬ শত ব্যাগ সিমেন্ট অনুদান দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার উপদেষ্টা ও পৃষ্ঠপোষক ডা. শহিদ উল্যা স্বপন, পৃষ্ঠপোষক হাফেজ দ্বীন মোহাম্মদ, আমেরিকা প্রবাসী আবুল হাসেম পাটোয়ারী, অবসর প্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মঞ্জুর উল্যা হেলাল, অবসর প্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আবদুল মান্নান,  সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন খাঁন, ভবভদ্রী শাহী জামে মসজিদ কমিটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, কেন্দ্রীয় আমিনিয়া জামে মসজিদ এর খতিব আশরাফ আলী নোমানি, কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ মসজিদ এর খতিব মাও. আলতাফ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদ্রাসায়ে আবুবকর ছিদ্দিক (রা.) এর সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মনু।




আপনার মূল্যবান মতামত দিন:


Top