-2025-01-23-17-58-21.png)
নতুন বাংলাদেশ গড়ার লক্ষে তারুণ্যের উৎসব-২০২৫ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে জনকল্যান আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা হয়।
জনকল্যান আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ডাঃ সহিদ উল্যাহ স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনকল্যান আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুবুল করিম খাঁন, আমানউল্লাহপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. বাহরুল আলম সুমন, সাবেক চেয়ারম্যান আলামগীর হোসেন, বেগমগঞ্জ একাডেমিক সুপার ভাইজার মো. বেলাল হোসেন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, আমন্ত্রিত অভিভাবক, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিসহ বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
এই ক্রীড়া প্রতিযোগিতায় ২০টিরও বেশি খেলাধুলা ও অনান্য বিষয়ে শিক্ষার্থীরাঅংশগ্রহণ করে।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
এ সময় ডাঃ সহিদ উল্যাহ স্বপন বলেন, প্রাতিষ্ঠানিক জ্ঞান অর্জনের পাশাপাশি খেলাধুলা, শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা, সামাজিক কর্মকাণ্ড, রাষ্ট্রীয় অনুষ্ঠানসহ বিভিন্ন ক্ষেত্রে আমাদের অংশীদারিত্ব সমন্বয় করে চলতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা যে জ্ঞান অর্জন করছি সেটা যেন আমাদের বাস্তব জীবনে কাজে লাগাতে পারি। শুধু পড়া লেখায় নয়, ভাল মানুষ এবং সুনাগরিক হতে হলে খেলাধুলার এবং শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার কোন বিকল্প নাই।
আপনার মূল্যবান মতামত দিন: